Logo

অপরাধ    >>   নির্বাচন কমিশনে দুর্নীতি দমন কমিশনের অভিযান

নির্বাচন কমিশনে দুর্নীতি দমন কমিশনের অভিযান

নির্বাচন কমিশনে দুর্নীতি দমন কমিশনের অভিযান

দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অভিযান পরিচালনা করেছে। এই অভিযানটি নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে বিভিন্ন সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে। দুদকের একটি টিম, যার নেতৃত্বে আছেন সংস্থাটির সহকারী পরিচালক আসিফ, অভিযানটি পরিচালনা করেন।

তিনি সাংবাদিকদের বলেন, "আমরা নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্টসহ এনআইডি সেবায় হয়রানি এবং ঘুষ বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।" এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগে ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন ও ভূমি অফিসে ছদ্মবেশে অভিযান চালানো হয়।

আজ নির্বাচন কমিশন কার্যালয়ে কোটি কোটি টাকা ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর দুদকের এই অভিযান পরিচালিত হচ্ছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert